আরবী ভাষা শিক্ষার নতুন ভূবনে আপনাকে স্বাগতম। মাদরাসা শিক্ষার্থীদের একটি বৃহৎ অংশ এমন রয়েছে যারা আরবী ভাষা শিক্ষার প্রতি বিশেষ আগ্রহী হয়ে থাকে। কিন্তু অনুকূল পরিবেশ, যথাযথ দিক-নির্দেশনা ও প্রয়োজনীয় উপায়-উপকরণ না থাকার ফলে তারা কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পারে না। নতুন প্রজম্ম যেন এর ভুক্তভোগী না হয় সেদিকে লক্ষ্য করে আমরা আরবী ভাষা শিক্ষার একটি যুগোপযোগী ও কার্যকরী নেসাব তথা মাদানী নেসাব চালু করেছি। যারা কুরআনের ভাষা-আরবী ভাষা শিখতে শতভাগ আগ্রহী এবং অনূকুল পরিবেশ সন্ধানী, তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। যেখানে পাবেন আরবী ভাষা শিক্ষার অনুকূল পরিবেশ ও প্রয়োজনীয় উপায়-উপকরণ। তাই আমাদের শিক্ষা পদ্ধতি অনুসরণ করে আপনার সন্তান/ ছোট ভাইয়ের উজ্জল ভবিষ্যত গড়ার লক্ষ্যে অটুট থাকুন।
No comments