পরিচিতি

সংক্ষিপ্ত পরিচিতি


নিবেদিতপ্রাণ যুগ সচেতন ও কর্মদ্যোগী আলেমে দ্বীন গঠনের লক্ষে এবং চারটি  ধারায় (তথা: ১. তালিম ২. দাওয়াত ও তাবলীগ ৩. তাযকিয়া ৪. তাসনিফ) দ্বীনের খেদমত আঞ্জাম দেয়ার উদ্দ্যেশ্যে কিছু তাবলীগী ভাইদের উদ্যোগে ১২ রমজান ১৪৩৩ হিজরি মোতাবেক ১ আগষ্ট ২০১২ ঈ. প্রতিষ্ঠিত হয় জামিয়াতুল বালাগ আল ইসলামিয়া ঢাকা।

বর্তমান বিভাগসমূহঃ
১. নূরানী বিভাগ।
২. নাযেরা বিভা।
৩. হিফজ বিভাগ।
৪. মাদানী নেসাব (১ম ও ২য় বর্ষ)
৫. ইফতা বিভা।
৬. আদব বিভাগ।
৭. রচনা বিভাগ।
৮. বয়স্ক শিক্ষা বিভাগ।

No comments

Powered by Blogger.